২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ শুক্রবার সন্ধা ৭ টায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরিবেশিত হবে নাট্যকার জনাব লক্ষণ চন্দ্র ধর এর রচনায় ও নির্দেশনায় নার্গিসের কাছে নজরুলের শেষ চিঠি অবলম্বনে নাটক “নিকুঞ্জ বনে”। নাটকটি পরিবেশন করবে ময়মনসিংহের অন্যতম নাট্যসংগঠন রঙ্গভূমি থিয়েটার।
Leave a Reply