সন্দীপন সাংস্কৃতিক সংস্থা ময়মনসিংহ কর্তৃক জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৩০ সেপ্টেম্বর-২০২২ সন্ধ্যা সাতটায় পরিবেশন করলো ১০৪তম ঘরোয়া সঙ্গীত সন্ধ্যা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিস্তব্ধ নিরবতার মাঝে পরিবেশিত হলো সদ্যপ্রয়াত গীতিকার বরেণ্য জন গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে তার লেখা কালজয়ী হারানো দিনের সেই সব গান। শিল্পকলা একাডেমির সম্মাননা প্রাপ্ত সদস্য সারোয়ার জাহান ও আবৃত্তিকার দীপশিখার উপস্থাপন আর বিভিন্ন শিল্পীদের মনোমুগ্ধকর গান আর সুরের মূর্চ্ছনায় মিলনায়তন করতালী আর উল্লাসের মাধ্যমে দর্শক শ্রোতাদের অন্যরকম স্বাদ এনে দেয়। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সভাপতি শরীফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সম্মিলিত সাস্কৃতিক জোটের আহ্বায়ক বাংলাদেশের অন্যতম কবি ও নাট্যকার গবেষক ও সাহিত্যিক ফরিদ আহমেদ দুলাল যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব) ডঃ শাহাব উদ্দিন এডভোকেট যুগ্ম আহবায়ক আবুল কাশেম,যুগ্ম আহবায়ক শাহ সাইফুল আলম পান্নু, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম দুদু, যুগ্ম আহবায়ক অধ্যাপক দিলরুবা সারমিন যুগ্ম আহবায়ক সাইফুল এহসান জহির, সদস্য সচিব এ্যাডভোকেট আবদুল মোতালেব লাল, সিনিয়র সংস্কৃতিজন, পালা নাট্যকার সদস্য লক্ষণ চন্দ্র ধর, নাট্যজন আবুল মুনসুর, গীতিকার মোঃ শরিফুল ইসলাম সরকার,এডভোকেট সালেহা সুইটি পালাকার ও যাত্রাশিল্পী আবদুল মান্নান মেলিটারী, নাট্যজন আজাহার হাবলু প্রমুখ।
Leave a Reply